
‘০’ দিয়ে শুরু বাবরের পিএসএল
Progga News Desk:
মোহাম্মদ আমিরের করা গুড লেংথের বলটি পিচে পড়েই কিছুটা থেমে আসছিল। ব্যাটসম্যান বাবর আজম বলটি পড়তে পারেননি। সামনের পায়ে ড্রাইভ খেলতে গিয়ে বল তুলে দেন শর্ট এক্সট্রা কাভারে থাকা ফিল্ডারের হাতে। তাতে পিএসএলে নিজের প্রথম ম্যাচে বাবর ফিরেছেন শূন্য হাতে।
টি-টোয়েন্টিতে বাবরের সময়টা এমনিতেই ভালো কাটছে না। অনেক দিন ধরেই টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন ছিল। বিশেষ করে তাঁর স্ট্রাইকরেট নিয়ে। সম্প্রতি নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন।
সেই বিবেচনায় এবারের পিএসএল বাবরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে শুরুটা ভালো হলো না। টি-টোয়েন্টি দলে বাবরের দলে জায়গা নিয়ে প্রশ্ন তোলা পেসার আমিরের বলেই ফিরেছেন কোনো রান না করেই। তাঁর দল পেশোয়ার জালমিও পড়েছে বিপদে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২১৭ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে ৭ ওভারে ৫৬ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে পেশোয়ার।